একজন লেখক কেন লেখেন? এই জগতসংসারে তো আরো অনেক কাজ আছে। লেখালেখিতে কেন মগ্ন থাকেন লেখকেরা। কীসের নেশায় এ জগতে খেয়ে-না খেয়ে বুদ হয়ে পড়ে থাকেন? উত্তরটা সবার কাছে হয়ত একরকম না। মোটাদাগের প্রাপ্তি আর রাতারাতি বড় কিছু হয়ে যাওয়ার জন্য কেউ লেখেন না-এটা বলা যায় সবার ক্ষেত্রে। কারণ লেখালেখি করে ভাত-জোটানো কঠিন। বর্তমান এই…
কেন এই লেখালেখি
হিজরী সপ্তম শতকের মাঝামাঝি সময়। এশিয়ার বিস্ত্রীর্ণ এলাকাজুড়ে অভ্যুদয় ঘটে বর্বর তাতারীদের। তাদের হিংস্র থাবায় খলীফা হারুনুর রশীদের বাগদাদ নগরী পরিণত হয় বধ্যভূমিতে। মূর্তিমান অভিশাপরূপে মুসলমানদের ওপর চড়াও হয় বর্বর এই জাতি। এত বড় বিপর্যয় ইতঃপূর্বে মুসলমানদের ওপর আরোপিত হয়নি। সবার মধ্যে এ ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছিল যে, এ বিপর্যয় কাটিয়ে ওঠা হয়ত আর কোনোদিন…